জেলা ও দায়রা জজ
![](https://mymensingh.judiciary.gov.bd/storage/app/uploads/public/65d/aeb/b69/65daebb69a8d9404633089.jpeg)
জনাব মমতাজ পারভীন
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মমতাজ পারভীন, সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ৪ই অক্টোবর ২০২২ খ্রি. সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি ১১ তম বিসিএস (বিচার) একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ১৯৯৩১১১০১৩। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান) এবং এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা রংপুর। ইতোপূর্বে তিনি ঢাকা জেলায় সদস্য প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে ভারত, অস্ট্রেলিয়া ও মালদ্বীপ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সিঙ্গাপুর ও থাইল্যান্ড দেশসমূহ ভ্রমন করেছেন।